এক :- আপনি ফেসবুকে ঢুকলেন মজা করার জন্য, কিন্তু ঢুকেই নিউজ ফীডে    (Home)    দেখতে পেলেন বিরক্তিকর পোস্ট বা কেহ পর্ণ ছবি বা খারাপ কিছু শেয়ার করেছে যা আপনি মোটেও পছন্দ করেন না।
দুই :- আপনার কাছে একজনের পোস্ট চরম বিরক্ত লাগে, কিন্তু কোন কারনে আপনি থাকে ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিতে পারছেন না বা আপনি   Unfriend        করলে সে কষ্ট এবং অপমান বোধ করবে।
তিন :- আপনি কোন কারনে একটি পেজে লইকে দিয়েছেন তবে আপনি ঐ পেজের কোন পোস্ট আপনার নিউজ ফীডে দেখতে চান না।
তাহলে চিন্তার কিছু নেই। উপরের যে কোন সমস্যার সমাধান একটাই। আপনি চাইলে তাদেরকে আপনার নিউজ ফীড থেকে বাদ দিতে পারবেন। এবং তার জন্য কাউকে      Unfriend       করতে হবে না অথবা কোন পেজকে     Unlike     করতে হবে না। তাহলে শুরু করা যাক :-
Step 1 :-
প্রথমে আপনি যাকে বা যেই পেজকে আপনার নিউজ ফীড থেকে বাদ দিতে চান তার আইডির উপর মাউস পয়েন্ট রাখুন টিক নিচের ছবির মতো :-
Hide some1 fb statusStep 2 :-
তারপর      "Show In News Feed"     থেকে সাইন মার্ক তুলে দিন বা ক্লিক করুণ নিচের ছবির মতো :-
মার্ক তুলার আগে যেমন ছিল তা নিচের ছবিতে দেওয়া হল:-
এইবার আপনার কাজ শেষ। মাউস পয়েন্ট সরিয়ে পেজ রিলোড দিয়ে আপনার কাজে লেগে পড়ুন।

0 comments:

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!