মোবাইল সিম কিনতে আজ থেকে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন থেকে মোবাইল ফোনের সিম কেনার সঙ্গে সঙ্গে তা চালু হবে না। সিম কেনার সময় ক্রেতার নাম-ঠিকানাসহ বাধ্যতামূলক নিবন্ধনে দেওয়া তথ্য যাচাই করে সংযোগ চালু করবেন মোবাইল অপারেটররা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের(বিটিআরসি) ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে মোবাইল ফোন অপারেটরদের প্রতিনিধির উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশে মোট ছয়টি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান রয়েছে। বিটিআরসির হিসাব মতে গত আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশে মোবাইল ফোন গ্রাহক রয়েছে ৯ কোটি ৫৫ লাখ।
Categories:

0 comments:

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!