সাইবার ক্রাইম প্রতিরোধে বিটিআরসি গঠিত দল ৯ মাসে ১ হাজারের মতো অভিযোগ পেয়েছে, যার বেশিরভাগই এসেছে ফেইসবুক নিয়ে; আর অভিযোগকারীদের অধিকাংশ ছাত্রী।

ফেইসবুকের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের পাশাপাশি ইউটিউবে আপত্তিজনক ভিডিও ফুটেজ তোলা, ই-মেইলের মাধ্যমে হুমকি, ওয়েবসাইট হ্যাক করা ইত্যাদি অভিযোগও জমা হয়েছে।

অধিকাংশ অভিযোগ ফেইসবুক নিয়ে- এই তথ্য জানিয়ে বিটিআরসি ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ পাওয়ার পর তা ফেইসবুক কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।

“আর অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব ফেইসবুক পেইজ বা ফেইসবুক থেকে আপত্তিজনক ছবি সরিয়ে ফেলা হয়,” বলেন বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম (বিডি-সিএসআইআরটি) এর আহ্বায়ক গিয়াস।

বিটিআরসির একজন সাইবার ক্রাইম বিশেষজ্ঞ বিডিনিউজ টোয়েণ্টিফোর ডটকমকে বলেন, ইউটিউব ও অন্যান্য ভিডিও শেয়ারিং সাইটগুলোর বিরুদ্ধেও নানা অভিযোগ আসছে। অভিযোগ আসার পর সাইটগুলোকে তা সরিয়ে ফেলার অনুরোধ করা হয়।

তা না হলে সেই ওয়েবসাইট ব্লক করে দেয়া হয়। হজরত মুহাম্মদকে নিয়ে বিতর্কিত একটি চলচ্চিত্র তোলায় ইউটিউব বর্তমানে দেশে নিষিদ্ধ করেছে সরকার।

সাইবার ক্রাইম প্রতিরোধে গত ২৫ জানুয়ারি একটি বিশেষ দল গঠন করে বিটিআরসি। বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম (বিডি-সিএসআইআরটি) নামে এই সেল ওই সময় থেকে কাজ করে যাচ্ছে।

রাষ্ট্রীয়, সমাজ, রাজনৈতিক ও ধর্মীয় বিদ্বেষ ছড়ায়- ওয়েবসাইটগুলোতে এমন বিষয় সনাক্ত করে ব্যবস্থা নেয়াই এই দলের মূল কাজ।

সাইবার ক্রাইম প্রতিরোধে বিটিআরসির তিনজন সাইবার ক্রাইম (সহকারী পরিচালক পদমর্যাদা) বিশেষজ্ঞ কাজ করছেন।

গত ২২ এপ্রিল থেকে contact@csirt.gov.bd ঠিকানায় সাইবার ক্রাইম প্রতিরোধে অভিযোগ ও পরামর্শ নেয়া শুরু হয়। অভিযোগ পাওয়া মাত্র তদন্ত করে গুরুত্ব বুঝে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় বিটিআরসি।

ফেইসবুক

বিটিআরসির একজন সাইবার ক্রাইম বিশেষজ্ঞ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে ধরনের অভিযোগ আসছে তার বেশিরভাগই আসে ফেইসবুক প্রোফাইল নিয়ে।

অনেকেই অভিযোগ করছেন, তার নিজস্ব একাউন্ট থাকার পরও ফেইসবুকে নকল বা ভুয়া একাউন্ট করা হয়েছে এবং তার পরিচয়ে বিভিন্নজনকে হয়রানি করা হচ্ছে।

আবার অনেকের ফেইসবুক প্রোফাইল না থাকলেও তার ছবি দিয়ে একাউন্ট করে নানাভাবে হয়রানি করা হয় বলেও অভিযোগ পেয়েছে বিটিআরসি।

এসব সমস্যা সমাধানের জন্য বিডি-সিএসআইআরটি দুটি পদক্ষেপ নিয়েছে, অভিযোগকারীর কারো যদি নিজস্ব সঠিক ফেইসবুক প্রোফাইল থাকে তাহলে ই-মেইলের মাধ্যমে পরিচয়পত্র (ফটো আইডি) নেয়া হয় এবং যাচাই করার পর তা ফেইসবুক কর্তৃপক্ষকে জানালে দুই থেকে ৩ সপ্তাহের মধ্যে তা সরিয়ে নেয়া হয়, জানান ওই কর্মকর্তা।

অভিযোগকারীর যাদের ফেইসবুক প্রোফাইল থাকে না, তাদের থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পর তার অনুলিপি ই-মেইল করে পাঠানোর পর ফেইসবুক কর্তৃপক্ষকে জানায় বিটিআরসি।

বিটিআরসি’র ওই সাইবার ক্রাইম বিশেষজ্ঞ জানান, গত ৯ মাসে ফেইসবুকের বিরুদ্ধে অভিযোগের বেশিরভাগই স্কুল-কলেজ পড়–য়া ছাত্রীদের।

ভুয়া প্রোফাইল ও আপত্তিজনক ছবি তোলার অভিযোগই বেশি এসেছে বলে জানান তিনি।

বাংলাদেশে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা আড়াই লাখের বেশি। বিশ্বে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ইতোমধ্যে ১০০ কোটি ছাড়িয়েছে।

গুরুত্ব বুঝে তাৎক্ষণিক ব্যবস্থা

রাজনৈতিক ও ধর্মীয় বিদ্বেষ ছড়ায়- এই ধরনের ফেইসবুক একাউন্ট বন্ধ করতে তাৎক্ষনিক উদ্যোগ নেয় বিটিআরসি। এই ধরনের সমস্যা জানামাত্রই ফেইসবুক কর্তৃপক্ষকে জানালে তা সরিয়ে নেয়া হয় বলে বিটিআরসির ওই সাইবার ক্রাইম বিশেষজ্ঞ জানান।

কক্সবাজারের রামুতে বৌদ্ধ বসতিতে সা¤প্রদায়িক সন্ত্রাসের আগে ফেইসবুক থেকে অবমাননাকর ছবি নামিয়ে তা প্রচার করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

এই উস্কানিতে জড়িত থাকার অভিযোগে এক তরুণকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে। বিতর্কিত সেই ছবিটিও বিটিআরসির তাৎক্ষণিক উদ্যোগে সরিয়ে নেয়া হয়।

বাংলাদেশে ২০১০ সালের ২৯ মে প্রথমবারের মতো ফেইসবুক ব্লক করেছিল সরকার। তবে কয়েকদিন পর তা খুলে দেয়া হয়।
Categories:

0 comments:

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!