আপনার সামান্য সময় কাজে লাগান জ্ঞানের চর্চা…
হ্যা ফেইসবুকে কত সময় ব্যয় হয় তা আপনিই ভাল বলতে পারেন ফেইসবুক কে যে কাজে লাগান না বা সঠিক কাজে ব্যবহার করেন না তা বলব না! তবে এটাও স্বীকার করতে হবে যে অনেকেই ঘন্টার পর ঘন্টা সময় পার দেখেন যে ধুর খালি খালি এত গুলো সময় নষ্ট হল … হয়তো বন্ধুদের সাথে চ্যাট করে, নতুন বন্ধুদের খোজ খবর নিতে, কারো স্টাটাসে কমেন্ট দিতে, নতুন কোন ছবিতে লাইক মেরে ইত্যাদি ইত্যাদি… কখন যে সময় পার হয় বোঝা বড় দায় (এমনই এক জিনিস বানিয়েছেন মার্ক দাদা)
অনেকেই অবশ্য ভাল কাজেও ব্যবহার করেন যেমন গ্রুপ গুলোতে নিজের ক্যারিয়ার নিয়ে আলোচনা, বিভিন্ন প্রশ্ন-উত্তর দিয়ে….. এটাতে অনেক কিছু শেখা যায়
নিজেকে এগিয়ে রাখতে চাইলে জানার কোন বিকল্প আছে কি ?
নাই!
যদি কিছু থেকে থাকে তাহল বাচালতা, ভন্ডামী…
আর যারা সত্যিই নিজেকে এগিয়ে নিতে চান চারা বাচালতা কে ঝেটিয়ে বিদায় করে জানার জন্যে সময় বের করেন এবং একদিন সময় এর সঠিক ব্যবহার করার ফল ভোগ করেন, তাই নতুন কিছু করতে চাইলে জানার কোন বিকল্প নাই, প্রশ্ন করারও বিকল্প নাই….নাই
সবাই যদি প্রশ্ন করে উত্তর দেবেন কে ?
সোজা উত্তর! আপনি নিজেই
হ্যাঃ আপনি, সব কিছু না জানেন সামান্য কিছু তো জানেন! আপনার এই সামান্য জানা টুকুই হয়তো কারও কাছে অজানা হয়ে আছে, আর এই সামান্য উত্তর আপনাকেও করবে উৎসাহিত আর অন্যকেও করবে অজানার গর্ত থেকে মুক্ত!!
আর এভাবেই একে অন্যের সামান্য জানার মধ্য দিয়ে সবার এগিয়ে চলার স্বপ্ন দেখা যাবে নিশ্চিত!
AnswersBD তে আপনাকে আমন্ত্রন আপনার জানার পরিধি বাড়াতে!
AnswersBD এর যাত্রা শুরু হয়েছে শুধুমাত্র প্রশ্ন-উত্তর এর জন্যে, আপনি যা জানতে চান তা প্রশ্ন আকারে প্রকাশ করুন এবং কেউ যদি প্রশ্ন করে তা আপনার জানা থাকলে উত্তরের মাধ্যমে জানিয়ে দিন,
জানা-অজানা-জিজ্ঞাসা সব মিলিয়ে নিজেকে এগিয়ে রাখার প্রচেষ্টা একবার করে দেখতেই পারেন…
আপনার জানার পরিধি কি অনেক বড় ?
হ্যাঃ আপনি কি কোন বিষয়ে খুব দক্ষ, ভাল জানেন, অনেক আগে থেকেই চর্চা করেন ? তাহলে আপনাকে গুরু মানতে আমাদের কোন দ্বিধা, সংকোচ নেই। আপনাকে বিশেষ মর্যাদা আমাদের অবশ্যই দিতে হবে , আর তাহলে আপনাকেই মানব AnswersBD গুরু !!!
www.answerbd.com
0 comments:
Post a Comment