আমরা যারা আডিও গান শুনতে ভালোবাসি তারা নতুন নতুন গান সবসময় নেট থেকে নামিয়ে নেই। এজন্য আমাদের গুগল এর সাহাজ্জ নিয়ে সার্চ দিতে হয়। তাতে বিভিন্ন ওয়েব এড্রেস আসে। তা থেকে ধুকে গান ডাউন লোড করতে হয়। কিন্তু আপনি চাইলে খুব সজজেই কাজটি করতে পারেন। তার জন্য নিচের পদ্ধতি অনুসরন করুন।
Youtube সম্পর্কে আমরা সবাই জানি। এখানে আপনি সব ধরনের ভিডিও গান পাবেন। কোন গান খুজার জন্য আপনি আগে ইউ টিউব এ প্রবেশ করুন। তারপর search box এ আপনার পছন্দের গান টি লিখে সার্চ দিন। দেখবেন গানটির ভিডিও ফাইল আপনার সামনে হাজির হয়েছে। এবার ভিডিও গানের লিঙ্কটি কপি করুন।
এবার এখানে www.youtube.com প্রবেশ করুন।

এবার ১ নং চিত্রে দেখানো স্থানে আপনার গানের লিঙ্কটি পেস্ট করুন।
এবার ২ নং চিত্রে দেখানো Convert Video তে ক্লিক করুন।
তাহলে আপনার গানটি অডিওতে কনভার্ট হয়ে যাবে। এবার ডাউন লোড অপশনে ক্লিক করে গানটি ডাউন লোড করে নিন।
কোন সমস্যা হলে জানাবেন।

0 comments:

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!