
আপনার Android এর জন্য সেরা একটি Free Calling Apps! এবার ভূলে যান GSM কে!!!
বেশ কয়েক দিন পর আবার ফিরলাম টেকটিউনস এ, এ কয়দিন কোন টিউন করতে পারি নি বলে দুঃখ প্রকাশ করছি।
আজ একটি চরম Free Calling Apps নিয়ে কথা বলবো যেটা অনেকটাই GSM এর বিকল্প হিসেবে কাজ করে।
Apps টির নাম Viber Free Call.
এই Apps টি যারা ব্যবহার করছেন তারা অবশ্যই একমত হবেন যে নিঃসন্দেহে চমৎকার একটি Apps.
আমরা সাধারণত Free Calling এর জন্য Skype, Fring, Nimbuzz এগুলো ব্যবহার করি. কিন্তু আমার মতে Viber এগুলোর তুলনায় অনেক ভাল।
এর Message ও Calling System অনেকটা GSM এর মতোই কাজ করে। এছাড়া বার বার Sign in করতে হয় না এবং call receive করার জন্য ও sign in করতে হয় না শুধু Background এ Apps টি on থাকলেই হলো,
আর একারণে কাউকে Message দিলেও sms এর মতো সাথে সাথেই তার কাছে পৌঁছে যাবে!
Viber এর voice quality যথেষ্ট ভাল এবং ডাটা usage ও অপেক্ষাকৃত কম।
Apps টি Download করার পর আপনার mobile number দিয়ে sign up করতে হবে। এবং আপনার phone contact list এর viber ব্যবহার কারীদের আপনার viber contact এ Automatically শো করবে।
এবার যত খুশি তাদের call ও sms করুন সম্পূর্ণ free তে!
এখনই Download করে নিন এই চমৎকার app টি apk format এ!
http://www.androik.com/Viber-For-Android.html
0 comments:
Post a Comment