আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তা’য়ালার অশেষ রহমতে সকল ভাইয়েরা ভালো ই আছেন । আমি ও  আল্লাহ তা’য়ালার অশেষ রহমতে ভালো ই আছি । সবাই ভালো থাকেন
সুস্থ্য থাকেন এটা ই আমার আশা । বকবক করা ছেড়ে এবার পোস্টের বিষয় নিয়ে কথা বলি । আমাদের মধ্যে এমন অনেকে ই আছেন যারা GIF ইমেজ ভালোবাসেন । অনেক খোজাখুজি করে তারপর পাওয়া যায়
এই অমুল্য সম্পদ । কিন্ত কখনো ই কি ভেবেছেন যারা এই সব GIF ইমেজ তৈরী করে সেগুলো আপনি নিজে তৈরী করবেন । ঠিক ধরেছেন আজ আমি আপনাদের শেখাবো GIF ইমেজ তৈরী করতে হয় ।
কিন্ত কোনো সফটওয়্যার দিয়ে নয় ।১ টি সাইট দিয়ে । সফটওয়্যার দিয়ে করতে অনেক ঝামেলা অনেক সময় লাগে তাইনা । কিন্ত এই সাইটে মাত্র ৩০ থেকে ৫০ সেকেণ্ডের ভিতরে সব রকমের ছবি আপ্লোড করা যায়
সাইট টির লিঙ্ক হলঃ
http://makeagif.com/
তো আর দেরি কিসের তাড়াতাড়ি ঢুকে পড়ুন সাইটে । ঢুকলে দেখুন এরকম আসছেঃ
Untitled1 আর নয় খোঁজা খুঁজি এবার GIF ইমেজ তৈরী করুন আপনি নিজেই
এবার add pictures এ ক্লিক করুন ।
এবার যেই ছবিটা  GIF বানাতে চান সেটা দেখিয়ে দিন । দেখুন এরকম এসেছে এবং আপ্লোড হচ্ছে ।
Untitled আর নয় খোঁজা খুঁজি এবার GIF ইমেজ তৈরী করুন আপনি নিজেই
এবার পুরোপুরি আপ্লোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ।
আপ্লোড হয়ে গেলে দেখুন এরকম দেখাচ্ছে ।
Untitledgdf1 আর নয় খোঁজা খুঁজি এবার GIF ইমেজ তৈরী করুন আপনি নিজেই
এবার আবার add pictures এ ক্লিক করুন এই ছবিটার পরে মানে GIF ইমেজ যেভাবে হয় । ২টো ছবি একসাথে করলে ই তো GIF ইমেজ হয় তাইনা তাই এর পরে যেই ইমেজ দেখাতে চান সেটা সিলেক্ট
করুন । দেখুন আবার আপ্লোড শুরু হয়েছে । ছবিটা দেখলে বুঝতে পারবেন ।
Untitledgdf2 আর নয় খোঁজা খুঁজি এবার GIF ইমেজ তৈরী করুন আপনি নিজেই
আপ্লোড হয়ে গেলে কন্টিনিউ চাপুন ।
এবার ক্রেট ইয়োর GIF  চাপুন ।
কিছুক্ষন দেরি করুন ।
এবার দেখুন আপনার ছবিটা তৈরী ।
ডাউনলোডের জন্য GIF ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ ক্লিক করুন এবার যে জায়গায় সেভ করবেন দেখিয়ে দিন । আপনার কাজ শেষ ।
কোনো সমস্যা হলে জানাবেন ।

0 comments:

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!