বন্ধুরা সবাই বিজয় দিবসের শুভেচ্ছা নিন ! আজ একটি ছোট কিন্তু কাজের উপকারী টিউন করছি !
বিভিন্ন সময় বিভিন্ন ডকুমেন্ট পাঠাতে অনেক সময় আমাদের ফ্যাক্স করতে বলা হয় । তখন আমরা ফ্যাক্স মেশিন দিয়ে ফ্যাক্স করি । কিন্তু এই ফ্যাক্স করাটা একটু ঝামেলার ।কারণ আমাদের সবার বাসায় হয়ত ফ্যাক্স মেশিন নেই । অতএব, তখন আমাদের ফোন ফ্যাক্স এর দোকান খুঁজে বেড়াতে হয় । যাওবা পাওয়া যায় দেখা যায় যে চার্জ চাচ্ছে অনেক বেশি । কিছু বলার থাকে না তখন ।
এই সমসসা দূর করতে একটা ছোট সমাধান দেব ...আর এই সমাধান দিয়ে দ্রুত ফ্যাক্স করতে পারবেন পৃথিবীর যেকোনো প্রান্তে .....কোনো খরচ ছাড়া ..শুধু লাগবে ইন্টারনেট কানেকশন আর একটা কম্পিউটার !
1. প্রথমে এই ওয়েবসাইট এ যান Hellofax.com/googledrive. এবং লগ ইন করুন আপনার গুগল একাউন্ট দিয়ে (জিমেল ) একাউন্ট দিয়ে
2. লগ ইন করার পর ৫০ তা পেজ ফ্রি তে ফ্যাক্স করার সুবিধা পাবেন ।নিচের মত স্ক্রিন আসবে !
Fax_for_Free_HelloFax
3. এবার "সেন্ড ফ্যাক্স" এ ক্লিক করুন ।নিচের মত স্ক্রিন আসবে
Fax_for_Free_HelloFax_1
4. এবার যে ফাইল টি ফ্যাক্স করবেন সেটা আপলোড করুন ।আপলোড করতে পারবেন আপনার কম্পিউটার এর যে কোনো ড্রাইভ , গুগল ড্রাইভ,বাক্স ,ড্রপ বাক্স ছাড়া ও আরো কিছু ক্লাউড স্টোরেজ থেকে ।
5. এবার যেখানে সেন্ড করবেন সেই ফ্যাক্স নম্বর দিন এবং সেন্ড করুন !
নোট : এই ফ্রি একাউন্ট দিয়ে আপনি শুধু ফ্যাক্স সেন্ড করতে পারবেন কিন্তু রিসিভ করতে হবে ৭৭৯ উএস ডলার লাগবে ।
আসা করি এই পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই ফ্যাক্স  করতে পারবেন এখন।

0 comments:

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!