আমাদের দেশে কম্পিউটারের বহুল প্রচলন হয়েছে বেশ অনেক দিন হল। বর্তমানে এই যন্ত্রটির সাথে পরিচিত নয় এমন মানুষ খুজে পাওয়া যাবে না। নানা কর্ম সম্পাদনে দক্ষ এই যন্ত্র এখন আর বিস্ময়ের কোন বস্তু নয় বরং প্রাত্যহিক জীবনেরই অংশ। কম্পিউটারের সাহায্যে নানা কর্ম সহজে সম্পাদনের জন্য আমরা নানা short code ব্যবহার করি যা আমরা অনেকেই জানি। তারপরেও নতুন বাবহারকারিদের কথা মাথাই রেখে আমার এই ছোট পোস্ট।
facebook shortcut keys শর্টকাট। [দ্রুত কাজ করার জন্য  শর্টকাট এর বিকল্প নাই]


ফেসবুকের শর্টকাট কি:

ফেসবুকের শর্টকাট সিস্টেম জানলে অনেক তারাতারি অনেক কিছু করা যায় .
তাই কিছু ফেসবুকের শর্টকাট নিয়ম দিয়েছি । যারা জানেন ত ভাল কথা আর যারা জানেন না তাদের জন্য .
ফেসবুকে নতুন কাউকে দ্রত বাতা পাঠাতে চাইলে শর্টকাট ব্যবহার করতে পারেন ।

  • ফায়ারফক্স ব্যবহার করে ফেসবুক থেকে নতুন বাতা পাঠাতে

Shift+Alt+M
  • গুগল এোম ব্যবহার করে ফেসবুক থেকে নতুন বাতা পাঠাতে

Alt+M
  • মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে ফেসবুক থেকে নতুন বাতা পাঠাত

Alt+M+Enter
  • ফ্রেন্ড রিকোয়েস্ট ও ফ্রেন্ড সাজেশন দেখতে :

Shift+Alt+4
  • নোটিফিকেশন পেজে যেতে :

Shift+Alt+5
  • অ্যাকাউন্ট সেটিংস পেজে যেতে :

Shift+Alt+6
  • প্রাইভেসি সেটিংস পেজে যেতে :
Shift+Alt+7
  • অফিসিয়াল পেজে যেতে :

Shfit+Alt+8
টিউনটি ভাল লাগলে COMMENT MUST করবেন।

0 comments:

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!