medical university in ukraine
খবরটা আনেক আগের হলেও খুব Interesting ।
ভদ্রলোকের নাম -Craig Lewis, বয়স 55 মার্চ ২০১১- এর ঘটনা ।
উনার হার্ট এ একটা মেজর ক্লিনিকাল প্রবলেম ছিল – যার কারনে তিনি প্রায় মৃত্যুশয্যায় । এমন অবস্তায় আমেরিকার টেক্সাস এর ২ ডাক্তার তার পাসে এসে দারান ।
তারা উনার পুরো হার্টটা ফেলে দিয়ে একটা “অনবরত পাম্প” বসিয়ে দেন।
মজার বিষয় এটাই যে পাম্পটা তারা নিজেরাই বানিয়েছেন পুরপুরি হার্ট এর মত শব্দ আর বিট করে না ।যেটা মেডিকেল সায়েন্স এর একটা নতুন দিগন্ত ।
আজ এই পর্যন্তই। মেডিকেল এর দুনিয়ার নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে আবার আসার কামনা রাখি।
টিউনটা পরে ভাললাগলে কমেন্ট আশা করি।




Categories:

1 comment:

  1. এবার বিদ্যুত্‍ পাওয়া যাবে চুলার তাপ থেকে

    বাংলাদেশে চাহিদা অনুযায়ী গ্রীড বিদ্যুত্‍ কম বলে বিকল্প বিদ্যুতায়ন ব্যবস্থা চলছে অনেকদিন ধরেই | এ জন্য নবয়ায়ন যোগ্য জ্বালানি বা রিনিউয়াবল এনারজি হিসাবে সোলার পাওয়ার ব্যাবহার হচ্ছে ব্যাপকভাবে । কিন্তু সোলার পাওয়ার ব্যাবহারে শুধু দিনের বেলাতেই বিদ্যুত্‍ শক্তি উত্পাদন করা যায় আর শীত কালে বিদ্যুত্‍ উত্পাদনের পরিমাণ 25% পর্যন্ত কমে আসে | এই অসুবিধা এবং বৈশ্বিক উষ্ণতার কথা চিন্তা করে যেকোনো তাপ শক্তিকে বিদ্যুত্‍ শক্তিকে রূপান্তর করার বিষয়ে বিজ্ঞানীরা তত্পর হয়েছেন | এতে করে 24 ঘণ্টা বিদ্যুত্‍ উত্পাদন ও পরিবেশ রক্ষাও হবে বলে তারা মনে করেন | তাই পশ্চিম বিশ্ব ও চীন জাপানে অপচয় হওয়া তাপ শক্তিকে বিদ্যুত্‍ শক্তিতে রূপান্তর করার প্রচেষ্টা শুরু হয়েছে | ইদানিং নাসা ও কয়েকটি বিমান এই প্রযুক্তিতে অনবরত বিদ্যুত্‍ উত্পাদন ও ব্যাবহার করছে | আমাদের দেশের গ্রামে রান্নার জন্য চুলায়ে প্রতিদিন তিনবেলা যে তাপ শক্তি অপচয় হয় তা দিয়েই সেই বাড়িটির প্রয়োজনীয় বিদ্যুত্‍ চাহিদা মেটানো সম্ভব | এমনকি হোটেল রেস্তোরাতে চুলার আগুন থেকে পাওয়া তাপ দিয়েও পর্যাপ্ত বিদ্যুত্‍ উত্পাদন সম্ভব অতিরিক্ত জ্বালানি খরচ ছাড়াই | তাপ শক্তিকে বিদ্যুত্‍ শক্তিতে যে যন্ত্রটি রূপান্তর করে তার নাম থার্মো ইলেকট্রিক জেনারেটর | এটি একটি অনেক পুরোনো প্রযুক্তি যা 2 টি ভিন্ন ধাতু একসাথে তাপ প্রয়োগে বিদ্যুত্‍ উত্পন্ন করে | 24 ঘণ্টা বিদ্যুত্‍ উত্পাদনে সক্ষম এই থার্মো ইলেকট্রিক জেনারেটর ব্যাবহার করা যাবে আর্মি ক্যাম্প, পাহাড়, দ্বীপ এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সমূহে | অর্থাত্‍ যেখানেই চুলা জ্বালানোর বিষয় আছে সেখানেই এটি চালানো যায় | থার্মো ইলেকট্রিক জেনারেটরটির আর একটি সবচেয়ে বড় সুবিধা হল যেখানে খুশি এটিকে নিয়ে যাওয়া যায় | 15 ওয়াট থেকে শুরু করে 45 ওয়াট পর্যন্ত থার্মো ইলেকট্রিক জেনারেটর পাওয়া যায় | এর সবচেয়ে ভাল প্রয়োগ হল রেচার্যেবল ব্যাটারি চার্জ করে উত্পাদিত বিদ্যুত্‍ ধরে রাখা এবং প্রয়োজন মত ইউজ করা | আপনার এলাকায় এই থার্মো ইলেকট্রিক জেনারেটর-এর বাস্তব প্রদর্শনীর জন্য যোগাযোগ করুন 01754990786 এই নম্বরে | শীঘ্রই এটি বাণিজ্যিকভাবে বাংলাদেশে আসছে |

    ReplyDelete

Subscribe to RSS Feed Follow me on Twitter!