আমরা অনেকেই অনেক গান মোবাইলের রিংটোন হিসাবে সেট করি । কিন্তু দেখা যায় যে অংশ টুকু পছন্দ সেটা বাঁজার আগেই শেষ হয়ে যায় । যা খুব বিরক্তিকর । তাই এর সহজ একটা সমাধান নিয়ে এলাম সবার জন্য । জানি সবার কাজে লাগবে না । কিন্তু কেও যদি এই পোস্ট পরে উপকৃত হন তাহলে কমেন্ট করবেন ।
১। এই লিঙ্ক এ ক্লিক করুন । http://mp3cut.net/
2. Open File এ ক্লিক করুন ।
৩। আপনার পছন্দের গানটা সিলেক্ট করুন । এখানে ইউটিউব এর লিঙ্ক ও দিতে পারেন ।
৪। কোন অংশ টুকু রাখবেন সেটা সিলেক্ট করুন  Fade In & Fade Out থেকে ।
৫। Cut এ ক্লিক করুন এবং ডাউনলোড করে নিন আপনার রিংটোন ।
Categories:

0 comments:

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!