বিশ্বের নামীদামী অনেক ওয়েবসাইট তৈরি করা হয়েছে ওয়ার্ডপ্রেসে, সেগুলোর পিছনে কাজ করেছেন বড় এক্সপার্টরা। এদিকে নতুনদের মধ্যে ওয়ার্ডপ্রেস কতোটা জনপ্রিয়, সেটা বলার অপেক্ষা রাখে না। কিছুটা পরামর্শ, কিছুটা দিকনির্দেশনার অভাবে নতুনরা প্রিয় ওয়েবসাইটটিকে মনের মতো করে সাজিয়ে নিতে পারছে না। আমি চেষ্টা করবো, প্রয়োজনীয় ট্রিকগুলো শেয়ার করে নতুন ডেভেলপারদের সাহায্য করতে। মাঝে মাঝে লিখবো; আজ কথা বলছি একটা ট্রিক নিয়ে।
বাংলা নাম্বার
language pack ব্যবহার করে সহজেই আপনি (আংশিকভাবে) আপনার ওয়ার্ডপ্রেস সাইটকে বাংলায় রূপান্তরিত করতে পারেন। কিন্তু নম্বরগুলো ইংরেজিতেই থেকে যায়!
এ জন্যে ওয়ার্ডপ্রেস থিমের functions.php ফাইলে নিচের কোডটুকু যুক্ত করে দিন।

function digit_e2b($str)
{
$en_digit = array(1,2,3,4,5,6,7,8,9,0);
$bn_digit = array(১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,০);
$converted = str_replace($en_digit, $bn_digit, $str);
return $converted;
}
add_filter( 'get_the_time', 'digit_e2b' );
add_filter( 'the_date', 'digit_e2b' );
add_filter( 'comments_number', 'digit_e2b' );
add_filter( 'get_comment_date', 'digit_e2b' );
add_filter( 'get_comment_time', 'digit_e2b' );
add_filter( 'wp_list_comments', 'digit_e2b' );

নোটঃ কোড লেখার সময় Encoding দিবেন UTF-8 এবং ফাইল Save করার সময় ANSI হিসেবে করবেন।

0 comments:

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!