প্রথমেই হিমু ভাই কে অনেক ধন্যবাদ জানাতে চাই তার আপলোড করা ওয়ালটন প্রিমোর স্টক-রম এর জন্য।তবে আমার মতো অনেকেই রম টা রিস্টোর করতে পারেন নি। অনেক খুঁজে পেতে একটা সমাধান পেলাম যা হয়তো আপনাদের কাজে লাগবে।
  • প্রথমেই এখান থেকে ফাইল টি ডাউনলোড করে নিন।
  • হিমু ভাইয়ের করা পোস্ট অনুসরণ করে ব্যাকাপ টি SD Card এ copy করে নিন।
  • মোবাইল চালু করে তা পিসি তে ডাটাক্যাবল দিয়ে usb debugging mode এ কানেক্ট করুন।
  • আমার দেয়া ফাইলটি এক্সট্রাক্ট করুন। Command Prompt এ লিখুন cd [এক্সট্রাক্ট করা ফোল্ডার লোকেশন] এবং এন্টার দিন।
  • এরপর লিখুন adb shell এবং এন্টার দিন।
  • cd /sdcard/clockworkmod/backup/ 2012-11-16.17.57.40 (2012-11-16.17.57.40 হিমু ভাইয়ের দেয়া  backup ফোল্ডার ) লিখুন এবং এন্টার দিন।
  • rm nandroid.md5  লিখুন এবং এন্টার দিন।
  • md5sum *img > nandroid.md5  লিখুন এবং এন্টার দিন।
ব্যাস হয়ে গেলো, এইবার CWM Recovery Use করে ব্যাকআপ টি রিস্টোর করে দেখুন আশা করি কাজ করবে।

0 comments:

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!