আসসালামু আলাইকুম।  সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আছেন।আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন।আমিও আপনাদের দোয়াতে ভাল আছি।কি করবো নতুন কোন কিছু পেলে আপনাদের সামনে হাজির হতে হয়।যাই হোক বেশি কথা না বলে কাজের কথায় আছি।যারা Matrix মুভি দেখেছেন তাদের অব্যশই চেনা হবে।এটি একটি skin pack।এটি উইন্ডোজ ৭ ও এক্সপিতে  সাপোর্ট করে।এই skin pack দিলে কম্পিউটার অনেক ফাস্ট হয়।প্রথমে ডাউনলোড করবেন।পরে ডাউনলোড হলে ইন্সটল করবেন ইন্সটল।ইন্সটল হয়ে গেলে কম্পিউটার রিস্টাট করবেন।ব্যাছ হয়ে গেল।এরপর নিচের মত আসবে।তখন দেখবেন  Matrix Skin এর মত হয়ে গেছে।এছাড়াও যারা এক্সপি ব্যবহার করেন তারা এক্সপি ডাউনলোড করবেন।
নামঃ  Matrix Skin Pack 1.0 Windows 7 Or Xp (x86/x64)|19MB

windows 7  Screenshot:
 Or
XP Screenshot:
 ভুল হতেই পারে তাই বলছি ভুল হলে ক্ষমা করে দিবেন। আর একটা কথা আমি দেখছি আপনারা কনো কমেন্ট করেন না তাহলে আমি বুজব কি করে আপনাদের পোস্ট ভাল লাগছে।তাই বলছি কমেন্ট করবেন। আগামী দিন হাজির হব নতুন কোন কিছু নিয়ে, ততদিন ভালো থাকবেন সুন্দর থাকবেন আর ফুরতিতে থাকবেন।

0 comments:

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!