আসুন
দাড়াই শীতার্ত মানুষের পাশে।নাহ, আমি কোন সাহায্য চাচ্ছিনা, বলছিনা কোন
তহবিলকে সমৃদ্ধশালী করতে। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র বিতরণের
নামে কোন ট্যুর দেয়ার দরকারও নেই। এটুকুই বলি, শুধু একটু চোখ কান খোলা
রাখুন আশেপাশে একটু নজর দিন। দেখবেন আপনার এলাকায় শীতে কষ্ট পাচ্ছে কোন
কোন বাবার বয়সী লোক কিংবা হতদরিদ্র অবস্থায় আছে একটা পুরো পরিবার। এখন কি
তাহলে তাদের পিছনে অনেক টাকা ঢেলে দিতে
হবে ??? নাহ তার
দরকার নেই। একটু খুঁজে দেখুন বাসার আলমারীর কোনায় হয়তো লুকিয়ে আছে আপনার
তকয়েক বছর আগের শীতের কাপড়টি যেটা কিনা এখন ব্যবহার হচ্ছেনা। সেটি ঐ
লোককে দিন। দেখবেন সে অনেক খুশি হয়েছে, আপনার জন্য অনেক দোয়া করছেন। আর
পুরোনো কাপড় না থাকলে একদিনের নাস্তা কিংবা লাঞ্চের টাকা সেক্রিফাইজ করতে
পারি। এতে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে বলুন ??? সেই টাকা দিয়ে একটা শিতের
কাপড় কিনে সেই লোক গুলোকে দিন। অথকা দুচার জন বন্ধু মিলে দাঁড়াতে পারেন
পুরো একটা পরিবারের পাশে।এভাবে আমরা দাড়াতে পারি শীতার্ত মানুষের পাশে।
সবচেয়ে বড় কথা হল এভাবে নিজে কাজ করার মাঝে আত্মতৃপ্তিটাই অন্যরকম। তাহলে
কি পারবেন না এগিয়ে আসতে ???প্লানটা ভাল লাগলে অন্যদের সাথে শেয়ার
করুন.....
0 comments:
Post a Comment