ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির দু’জন গ্র্যাজুয়েট আইফোনের জন্য একটি নতুন অ্যাপ্লিকেশন বানিয়েছেন, যা মুখের ছবি তুলে তা বিশ্লেষণ করেই হৃদস্পন্দন মাপতে পারবে।  

সুন্দর স্বাস্থ্য এবং আকর্ষণীয় ফিগার ধরে রাখার ক্ষেত্রে অ্যারোবিক অতুলনীয়। এজন্যে হৃদস্পন্দন একটি নির্দিষ্ট মাত্রায় বাড়িয়ে দেয়া হয়। প্রয়োজনীয় মাত্রার মধ্যে থাকার জন্য এবং অতিরিক্ত ব্যায়াম
করা থেকে বিরত থাকতে সঠিক হৃদস্পন্দন পরিমাপ করা অত্যন্ত জরুরি।

এখন আর হৃদস্পন্দন মাপার জন্য ভারী সেন্সর ব্যান্ড পরে থাকতে হবে না। আইফোনের এ কার্ডিও অ্যাপটি ডাউনলোড করে নিলেই তা চেহারা দেখে হৃদস্পন্দন মাপতে পারবে। আইফোনের সামনে যে ক্যামেরাটি আছে, তা দিয়ে চেহারা স্ক্যান করে হৃদস্পন্দন মাপা হবে।

স্পন্দন যদি বেড়ে যায় তবে তা বেশি রক্ত পাম্প করবে এবং মুখেও রক্ত প্রবাহের পরিমাণ বেড়ে যাবে। আর চেহারায় রক্তপ্রবাহ বেড়ে গেলে তা স্বাভাবিকের তুলনায় কম আলো প্রতিফলন করে। অ্যাপটি এ বিষয়টি সনাক্ত করেই হৃদস্পন্দন পরিমাপ করে।

এ অ্যাপটি তৈরি করেছেন মিং জের এবং ইয়োকি পোহ। এই আইফোন অ্যাপ্লিকেশনটির দাম ৪.৯৯ ডলার। এখন তারা চেষ্টা করছেন অ্যাপটি ব্যবহার করে চেহারা দেখে কোলস্টেরেল পরিমাপ করার জন্য।
ইয়াহু নিউজ
Categories:

0 comments:

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!