-ধূমপায়ীদের মানুষিক চাপ সহ্য করার অসম্ভব রকমের ক্ষমতা থাকে।
-অবিশ্বাস্য হলেও সত্যি যে নিকোটিন"Alzheimer's, Parkinson's and Tourette's syndrome." নামক মারাত্মক রোগ গুলোর মহৌষধ।(
-পাকস্থালীতে এক ধরণের প্রদাহ (ulcerative colitis) ধূমপায়ীদের চেয়ে অধূমপায়ীদের বেশী হয়।
-ধূমপায়ীদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে একেবারেই কম।

-ধূমপায়ীদের যেকোনো বিষয়ে concentrate করার ক্ষমতা থাকে অত্যাধিক বেশি।
-ধূমপায়ীদের এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।(estrogen-d ependent endometrial cancer)
-নিকোটিনের মূল উৎস মনে করা হয় সিগারেট কে। কিন্তু আমরা কি জানি- মরিচ, গাজর, স্ট্রবেরী, টমেটো, পেঁয়াজ এবং আঙুর হচ্ছে নিকোটিনের সবচেয়ে বড় উৎস?
-অল্প ডোজের নিকোটিন (একটি সিগারেটে যে পরিমাণ থাকে) নতুন ব্লাড ভেসেল তৈরিতে সাহায্য করে। যা হার্ট ডিজিস চিকিৎসায় কাজে লাগে (Reuters Health, HealthCentral.c om - Sept. 2000)।

0 comments:

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!