Windows xp তে খুব সহজে আমরা ফ্রন্ট পালটে নিতে পারি কিন্তু Windows 7 এ একটু অসুবিধায় পরতে হয় ।সাধারন ব্যাপার কিন্তু না জানা থাকলে সেটা একটু কঠিন হয়ে যায় ।তাহলে শুরু করি কি করবেন-প্রথমে Windows 7 এ Windows + R চাপুন RUN বক্স পাবেন ওখানে Control Color লিখে এন্টার চাপুন। তার পর একটি বক্স খুললে যেখানে desktop আছে সেখানে icon সিলেক্ট করুন দেখুন নিচে segoe UI পাশে size চেন্জ করার অপশন পাবেন ইচ্ছা মতো করে নিয়ে ওকে করে দিন। দেখুন কাজ হয়ে গেছে ।ভালো লাগলে কমেন্ট করতে ভূলবেন না।ভালো থাকুন।

0 comments:

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!