আমি যখন ডায়াল আপ মডেম ব্যবহার করতাম তখন আমার নেট স্পিডনিয়ে খুব সমস্যায় পরতে হত। তখন কোন সময় আমার সিগনাল ১ ঘাট বেশি হলে ২ ঘাট শো করতো তখন ভাবতাম এই টাওয়ার বেশি কি করে আনবো ।ভাবতে ভাবতে খুলে গেলো বুদ্ধি ---ভাবছেন কি আবার বুদ্ধি বার করলাম।তাহলে শুনুন --আমি একটা কারেন্টের তার নিলাম ঐ তার টার এক দিক ভালো করে কিছু টা অংশ ছিলে নিয়ে আসল ধাতব তার টি বার করে আমার মডেম এর উপরে জরিয়ে দিলাম আর আর একটি অংশ ঐ একই ভাবে ছিলে নিয়ে সেই অংশটি ছাদে গিয়ে টিভির এ্যন্টেনার সাথে বেঁধে দিলাম ।কাজ শেষ আমি অবাক আমার পিসি চালু করে দেখি ৫-৬ টি টাওয়ারের সিগনালের ঘাট নেট স্পিড ও আগের থেকে ভালো ।আমি শুধু টিভির এ্যন্টেনার সাথে বেঁধে টেস্ট করি নি জানালা দিয়ে বের করে দেখেছি বা শুধু ছাদে ফেলে রেখে দেখেছি এ গুলো তে ভালো হয় কিন্তু টিভির এ্যন্টেনার সাথে বেঁধে আমি যে উপকার পেয়েছিলাম তা আমি আজ ও ভূলতে পারিনি।এটা আমার অতীতের অভিজ্ঞতা তাই এর কোনো ছবি দিতে পারলাম না।এখন আমি ব্রডবান্ড ব্যবহার করি কিন্তু সেই দিন গুলি তো ভূলতে পারিনা।এখনো আমাদের বেশির ভাগ ভাই বোন আমার মতো সমস্যা ভোগ করেন যদি আমার এই অভিজ্ঞতা তাদের একজনের ও উপকারে আসে তাহলে আমার এই পোস্ট সফল হবে।ভালো থাকুন ও ভালো রাখুন।ধন্যবাদ।

0 comments:

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!