সার্চ ইঞ্জিন, ইমেইল অ্যাকাউন্ট এবং অনলাইন অ্যাপ্লিকেশন ব্যবহার করার মতো
বেসিক কম্পিউটার স্কিল নেই ১ কোটি ৬০ লাখ ব্রিটিশ নাগরিকের। সম্প্রতি
কনসালটেন্সি ফার্ম বুয অ্যান্ড কোম্পানির এক জরিপে জানা গেছে, এ তথ্য।
জরিপের প্রতিবেদনটি প্রকাশ করেন চ্যারিটি অর্গানাইজেশন ‘গো অন ইউকে’র
চেয়ারম্যান মার্থা লেন ফক্স। মিস ফক্স এ ব্যাপারে বলেন, আগামী এক দশকের
মধ্যে দেশের সব নাগরিকের ডিজিটাল শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন আমাদের। তিনি
আরাও বলেন,‘এটা একটা বিস্ময়কর ব্যাপার, ১ কোটি ৬০ লাখ মানুষের বেসিক
কম্পিউটার স্কিল নেই। যুক্তরাজ্যে ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিতদের একটি বড়
অংশ দেশটির দরিদ্র পরিবারগুলোর সদস্য। দেশটির সর্বস্তরের মানুষের কাছে
ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে এবং বেসিক কম্পিউটার স্কিল শেখাতে বিবিসি, এজ
ইউকে, লয়েড ব্যাংকিং গ্রুপ থেকে শুরু করে পোস্ট অফিস পর্যন্ত বিভিন্ন
পর্যায়ে প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছেন মিস লেন ফক্স এবং তার চ্যারিটি
প্রতিষ্ঠানটি। কর্মক্ষেত্রে কর্মীদের কম্পিউটার ব্যবহারের ওপর প্রশিক্ষণ
দেয়ার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে কম্পিউটার স্কিল বাড়ানোর লক্ষ্য রয়েছে
তাদের।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment