সবাইকে সালাম জানিয়ে আমার পোস্ট শুরু করতে যাচ্ছি।
আমাদের দেশে চাকরি মানেই BBA/MBA/HONRS/MTRS ইত্যাদি। এই রকম qualification ছাড়া চাকরি পাওয়াই খুব কষ্ট। তাছাড়া bdjobs এ চাকরি খুজতে যেয়ে দেখলাম-যে qualification চাইসে তাতে আরও ১০ বছর লেখা পরা করতে হবে। তা নাইলে এই দেশে চাকরি পাওয়া যাবে না। আচ্ছা ধরুন তো, আমাদের দেশে এমনও অনেক পরিবার আছে যেখানে স্কুল কিংবা যারা কলেজে পরে তারা তাদের লেখাপড়ার খরচ চালানর জন্য চাকরি খুজছে। কিন্তু ওই রকম চাকরি খুজে না পাওয়ার কারনে তারা বিভিন্ন দোকান পাতে কাজ করে নিজের লেখাপরার বারটা বাজাচ্ছে।
আজ আমি আপনাদের এমন একটি সাইটের কথা বলব যেখানে আমাদের মত SSC/HSC তে যারা লেখাপড়া করে তাদের জন্য খূব ভালো কিছু চাকরির বিজ্ঞাপন দেয়া থাকে। আমি নিজেও এখান থেকে একটি ভালো চাকরি পেয়েছি।
তো দেরি না করে একবার ঘুরে আসুন। পত্রিকায় প্রথম পেজে সব জাগায়ই খুঁজে দেখুন চিপা চাপায়। আর সবচেয়ে বড় কথা হল এড়া ভেড়িফাই ছাড়া কারো বিজ্ঞাপন নেয় না। আর আপনার যোগ্যতা SSC/HSC যাই হোক না কেন, মনের মত চাকরি খুজে নিন।
এখান যান
Categories:

0 comments:

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!