প্রতি সেকেন্ডে ১৭ পেটাফ্লপের
বেশি গতি নিয়ে বিশ্বের
সবচেয়ে দ্রুতগতির সুপার
কম্পিউটারের খেতাব
পেলো যুক্তরাষ্ট্রে টেনেসি স্টেটে
অবস্থিত ওক রিজ ন্যাশনাল
ল্যাবরেটরির ‘টাইটান’। খবর লাইভ
সায়েন্স-এর।
প্রতি সেকেন্ডে এ সুপারকম্পিউটার ১৭
দশমিক ৫৯ পেটাফ্লপ গাণিতিক ও
যুক্তিমূলক কাজ করতে পারে।
পারফরমেন্স রেকর্ডের সুপার
কম্পিউটারটির দাম ১০ কোটি মার্কিন
ডলার।
টাইটান টেসলা কে ২০এক্স
এক্সেলারেটর ব্যবহার
করে এটি পৃথিবীর সবচেয়ে বিদ্যুৎ
সাশ্রয়ী ৫০০ সুপারকম্পিউটারের
তালিকায়ও নাম উঠিয়েছে।
বর্তমানে বিশ্বের শীর্ষ পাঁচটি সুপার
কম্পিউটার হচ্ছে-
এক. ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরির
১৭.৫৯ পেটাফ্লপ গতির ‘টাইটান
ক্রে এক্সকে ৪৭’,
দুই. লরেন্স লিভারমোর ন্যাশনাল
ল্যাবরেটরির ১৬.৩৩ পেটাফ্লপের
‘সেকিউয়া ব্লু জেন/কিউ’,
তিন. ‘ফুজিতসু কে কম্পিউটার’
আরআইকেইএন অ্যাডভান্সড ইনস্টিটিউট
ফর কম্পিউটেশনাল সায়েন্স ইন কোবে,
জাপান (প্রসেসিং ক্ষমতা ১০.৫১
পেটাফ্লপ),।
চার. ‘দি মিরা ব্লু জেন/কিউ
কম্পিউটার’ আরগন ন্যাশনাল
ল্যাবরেটরি, ইলিনয়িস, যুক্তরাষ্ট্র
(প্রসেসিং ক্ষমতা ৮.১৬ পেটাফ্লপ),
পাঁচ. দি জুকুইন ব্লুজেন/কিউ
কম্পিউটার, ফোর্সচুনসজিএসজেনট্রাম
জুয়েলিচ,
জার্মানি (প্রসেসিং ক্ষমতা ৪.১৪
পেটাফ্লপ)।
বেশি গতি নিয়ে বিশ্বের
সবচেয়ে দ্রুতগতির সুপার
কম্পিউটারের খেতাব
পেলো যুক্তরাষ্ট্রে টেনেসি স্টেটে
অবস্থিত ওক রিজ ন্যাশনাল
ল্যাবরেটরির ‘টাইটান’। খবর লাইভ
সায়েন্স-এর।
প্রতি সেকেন্ডে এ সুপারকম্পিউটার ১৭
দশমিক ৫৯ পেটাফ্লপ গাণিতিক ও
যুক্তিমূলক কাজ করতে পারে।
পারফরমেন্স রেকর্ডের সুপার
কম্পিউটারটির দাম ১০ কোটি মার্কিন
ডলার।
টাইটান টেসলা কে ২০এক্স
এক্সেলারেটর ব্যবহার
করে এটি পৃথিবীর সবচেয়ে বিদ্যুৎ
সাশ্রয়ী ৫০০ সুপারকম্পিউটারের
তালিকায়ও নাম উঠিয়েছে।
বর্তমানে বিশ্বের শীর্ষ পাঁচটি সুপার
কম্পিউটার হচ্ছে-
এক. ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরির
১৭.৫৯ পেটাফ্লপ গতির ‘টাইটান
ক্রে এক্সকে ৪৭’,
দুই. লরেন্স লিভারমোর ন্যাশনাল
ল্যাবরেটরির ১৬.৩৩ পেটাফ্লপের
‘সেকিউয়া ব্লু জেন/কিউ’,
তিন. ‘ফুজিতসু কে কম্পিউটার’
আরআইকেইএন অ্যাডভান্সড ইনস্টিটিউট
ফর কম্পিউটেশনাল সায়েন্স ইন কোবে,
জাপান (প্রসেসিং ক্ষমতা ১০.৫১
পেটাফ্লপ),।
চার. ‘দি মিরা ব্লু জেন/কিউ
কম্পিউটার’ আরগন ন্যাশনাল
ল্যাবরেটরি, ইলিনয়িস, যুক্তরাষ্ট্র
(প্রসেসিং ক্ষমতা ৮.১৬ পেটাফ্লপ),
পাঁচ. দি জুকুইন ব্লুজেন/কিউ
কম্পিউটার, ফোর্সচুনসজিএসজেনট্রাম
জুয়েলিচ,
জার্মানি (প্রসেসিং ক্ষমতা ৪.১৪
পেটাফ্লপ)।

0 comments:
Post a Comment