আমরা যারা ভিবিন্ন ব্লগে লেখালেখি করি তারা অনেকই ইংরেজি ব্লগে লেখি।এছারা আমরা ইংরেজি পারলেও এটা যেহেতু আমাদের মাত্রিবাসা না তাই ভূল হতেই পারে।এটা সাভাবিক।কিন্তু অনেকে ব্লগে লেখার সমই ভূল হলে সেগুলু approveহইনা ।তার অধীকাংশ কারন লেখার ভুল আর কোয়ালিটি।সুতরাং যেহেতু ব্লগারের কাজটাই হল লেখালেখি করা সেহেতু তারা এই বেপারটা নিয়ে ভেঙ্গে পড়েন আর কোনো চিন্তা নেই এখন থেকে আপনে নিজে নিজেই পারবেন কোথাই কোথাই সমস্যা কোথাই আপণে ভূল  করেছেন,কিসে ভূল SENTENCE নাকি VERVE,NOUN PRONOUN,COREECT WORD ETC অর্থাৎ আপনার এমন কোনো গ্রামারটীকেল ভুল নেই যে তারা ধরতে পারেনা।
এখাণে আছে ভিবিন্ন বাহিরের UNIVERSITY গুলোর টিচার এগূলোর ভুল ধরে সুতরাং ভুজতেই পারছেন আপনার আরটিকেলটা কার কাছে গিয়ে চেক হৈটেশে।এছাড়া আপনে এটি সহজেই  মাগনা সাতদিন  ব্যাবহার করতে পারবেন সমস্যা নাই আমি দেখাবো কীভাবে আপণে এটা আজীবন ব্যাবহার করবেন
তাহলে দেখেন কীভাবে করবেন
  • প্রথমে এইখানে যান
  • এরপর আপনে দেখবেন এইরকম একটি পেজ সুতরাং আপনে যেই লেখাটি চেক করতে চান সেটি PASTE করুন
TECHNOLOGYBLOGSITE
  • তারপর check your text ক্লিক করুন
  • কিছুক্ষণপর এটি দেখাবে আপনার কোথাই কোথাই  সমস্যা এবং কিসের জন্য এমন হল
TECHNOLOGYBLOGSITE
এরপর আপনে ঐগুলো চেক করে করে পাড়লে নিজে নিজেই চেক করে তা ঠিক করে নিতে পারেন কিন্তু আপনে যদি না পারেন তাঁতেও কোনো PROBLEM নেই তাদের হাতে ছেড়ে দেন সাতদিনের জন্য তাঁরাই মাগ্ণা করে দিবে।
কীভাবে এটি আজীবন করবেনসহজেই। আমরা যেমন বিভিন্ন VPN HACK করি।একটি আইডি ১০০ mb চালাই তেমনিভাবে আমরা ১বার signupকরে ৭ দিন বেবহার করব।
প্রথমে  এইখানে যান সেখানে আপনার SINGUP এর ফরম পাবেন ।তো আপনে এখান থেকে একটি ACCOUNT করেন।
TECHNOLOGYBLOGSITE
এভাবে যতোগুলি দরকার ততগুলি করেন ।আল্লাহ হাফে্য

0 comments:

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!