অনেক সময় আমাদের পিসি থেকে কিংবা মেমরি থেকে অথবা পেন্ড্রাইভ থেকে অনেক
মূল্যবান ডাটা হারিয়ে যায়। হয়তো আমরা ভুলে ডিলিট করে ফেলি অথবা ডিলিট
করার পর আমাদের সেই ডাটার আবার প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু অনেকেই ডিলিট
হয়ে যাওয়া সেই সমস্ত ডাটা আর ফিরে পান না।আজকে যেই সিস্টেম টি আমি
আপনাদের দেখাবো সেটি হয়তো টিটি তে এর আগেও হয়ে থাকতে পারে। কিন্তু আমার
চোখে পড়েনি আর তাছাড়া এই মধ্যে হয়তো আমাদের প্রিয় টিটি তে অনেক নতুন
টিউনার এসেছেন। তাই আগের টিউন হয়তো তাদের চোখে পড়েনি।আর সেটি ভেবেই আমার
এই টিউন করা। যারা এই বিষয়ে জানেন তারা তো জানেনই আর যারা জানেন না তারা
প্লিজ বিষয়টি সংগ্রহে রেখে দিন হয়ত কাজে লাগতেও পারে।
প্রথমে আপনাকে নিচের লিঙ্ক থেকে ফাইলটি ডাউনলোড করতে হবে এবং সেটি আপনার পিসিতে ইন্সট্রল করতে হবে।
http://www.mediafire.com/download.php?ced3k0fsafc7rdf
ইন্সট্রল করা হয়ে গেলে আপনার পিসির ডেক্সটপে একটি আইকন পাবেন।সেই আইকনে ডাবল ক্লিক করলেই সফটওয়ারটি চালু হবে এবং নিচের চিত্র প্রদসশিত হবে।

Delete File Recovery তে ক্লিক করলেই আপনার পিসির ড্রাইভ গুলো আসবে।

সেখান থেকে আপনার যেই ড্রাইভ থেকে ফাইল মুছে গিয়েছে সেই ড্রাইভ সিলেক্ট করুন। এক্ষেত্রে যদি আপনার পেন্ড্রাইভ অথবা মেমরি হয়েথাকে তবে সেটি সিলেক্ট করুন এবং NEXT ক্লিক করুন।

এই রকম একটু স্ক্রিন প্রদসশিত হবে যার মানে হচ্ছে আপনার ডিলিট হয় যাওয়া ডাটা সফট টি খুঁজে নিচ্ছে।

উপরে সিলেক্ট করে দেওয়া স্থানে টিক মার্ক দিন এবং NEXT এ ক্লিক করুন।

আপনি আপনার ডিলিট হয়ে যাওয়া ফাইলগুলো পুনরায় যেই ফাইল বা ড্রাইভে রাখতে চান তা সিলেক্ট করে NEXT এ ক্লিক করুন।

আপনার সিলেক্ট করে দেওয়া ফোল্ডারে বা ড্রাইভে মুছে যাওয়া ডাটা আবার সেভ হচ্ছে।

ব্যাস সেভ হয়ে গেছে আপনার হারিয়ে/ডিলিট হোয়ে যাওয়া ডাটা। এখন আপনি চাইলেই আবার যেখানে শেভ করেছেন সেখানে গিয়ে আপনার প্রয়োজনীয় ফাইল দেখতে পারেন।
প্রথমে আপনাকে নিচের লিঙ্ক থেকে ফাইলটি ডাউনলোড করতে হবে এবং সেটি আপনার পিসিতে ইন্সট্রল করতে হবে।
http://www.mediafire.com/download.php?ced3k0fsafc7rdf
ইন্সট্রল করা হয়ে গেলে আপনার পিসির ডেক্সটপে একটি আইকন পাবেন।সেই আইকনে ডাবল ক্লিক করলেই সফটওয়ারটি চালু হবে এবং নিচের চিত্র প্রদসশিত হবে।

Delete File Recovery তে ক্লিক করলেই আপনার পিসির ড্রাইভ গুলো আসবে।

সেখান থেকে আপনার যেই ড্রাইভ থেকে ফাইল মুছে গিয়েছে সেই ড্রাইভ সিলেক্ট করুন। এক্ষেত্রে যদি আপনার পেন্ড্রাইভ অথবা মেমরি হয়েথাকে তবে সেটি সিলেক্ট করুন এবং NEXT ক্লিক করুন।

এই রকম একটু স্ক্রিন প্রদসশিত হবে যার মানে হচ্ছে আপনার ডিলিট হয় যাওয়া ডাটা সফট টি খুঁজে নিচ্ছে।

উপরে সিলেক্ট করে দেওয়া স্থানে টিক মার্ক দিন এবং NEXT এ ক্লিক করুন।

আপনি আপনার ডিলিট হয়ে যাওয়া ফাইলগুলো পুনরায় যেই ফাইল বা ড্রাইভে রাখতে চান তা সিলেক্ট করে NEXT এ ক্লিক করুন।

আপনার সিলেক্ট করে দেওয়া ফোল্ডারে বা ড্রাইভে মুছে যাওয়া ডাটা আবার সেভ হচ্ছে।

ব্যাস সেভ হয়ে গেছে আপনার হারিয়ে/ডিলিট হোয়ে যাওয়া ডাটা। এখন আপনি চাইলেই আবার যেখানে শেভ করেছেন সেখানে গিয়ে আপনার প্রয়োজনীয় ফাইল দেখতে পারেন।
0 comments:
Post a Comment