Lamborghini হলুদ কার টা কার না প্রিয়। কার কেনার স্বপন থাকলেও সাধ আর স্বাধ্যের মধ্যে অনেক ফারাক।তবে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতই আপনি Lamborghini হলুদ এ কারটির রিপ্লিকা কিনতে পারবেন খুব সহজেই।শুধু শো পিস হিসেবে শোভা বর্ধন ছাড়াও এটি আপনি ব্যাবহার করতে পারবেন Fm রেডিও,এম্পিত্রি প্লেয়ার,পিচ্চি মেমরী কার্ড এবং পেন্ড্রাইব প্লেয়ার হিসেবেও।


কারের মত হলেও ইহা একটি শক্তিশালী স্পিকার।যা ছোট খুব সহজে বহনযোগ্য।আপনার হয়ত আইফোন বা যে কোন 3.5 মিমি জ্যাক আছে এমন ফোন,mp3,ipod ইত্যাদি আছে কিন্তু সব সময় ফোনের সাউন্ড বেশি না হওয়াতে আপনি বেশি জোরে গান শুন্তে বা কাউকে শোনাতে পারছেন না,এই স্পিকার


আপনার সেই মনে কষ্ট টা দূর করে দিবে।আবার ধরুন আপনার মেমরী কার্ড বা পেন্ড্রাইব এ কিছু গান আছে আপনি সেগুলো শুন্তে চাচ্ছেন,এই কার  দিয়ে সেটাও সম্ভব। ল্যাপ্টপের স্পিকারে গান শুনে মন ভরছে না চিন্তা কি এই কারে  সংযোগ দিয়ে দিন আর উপভোগ করুন। মোবাইলের রিচার্জেবল  লিথিয়াম ব্যাটারি থাকা তে পাওয়ার নিয়ে টেনশন ছাড়াই নির্বিঘ্নে অনেক্ষন গান শোনা যায়। এটা শো পিস হিসেবেও আপনার টেবিলের শোভা বাড়াবে।ইউনিক এবং সুন্দর প্রোডাক্ট বলে এটা হতে পারে আপনার প্রিয়জনের জন্য সুন্দর উপহার J

স্পেসিফিকেশন
২  স্পিকার
ওজন ২২০ গ্রাম
800mA লিথিয়াম আয়ন মোবাইল রিচার্জেবল ব্যাটারী



একটানা ৮ ঘন্টা চালানো যাবে এক চার্জে
3 watt  1.77 inches  ওয়াইড স্পিকার
Usb  ১টা
Usb  চার্জিং ,এম্পিত্রি ,মাইক্রো এস ডি মেমরী কার্ড ,পেন্ড্রাইভ  প্লে
যেখানে পাবেন

0 comments:

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!