আশাকরি সবাই ভাল আছেন। আজকাল চাইনিজ অ্যান্ড্রয়েড ট্যাবলেট গুলো বেশ সহজ লভ্য হয়ে গেছে বাংলাদেশের বাজারে। আইডিবি, মাল্টিপ্ল্যান সেন্টার সব জায়গাতেই এখন পাওয়া যাচ্ছে বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডের ট্যাবলেট। সেগুলোর কনফিগারেশন দেখে ইচ্ছা হয় নিজেও একটা কিনি। যেহেতু আইপ্যাড কিংবা স্যামসাং ট্যাব কেনার মত সামর্থ্য নেই তাই এগুলো কেনার কথা আমার মত অনেকেই হয়ত ভেবে থাকেন। যাই হোক ঘটনা ক্রমে একটা চাইনিজ ট্যাব আমার হাতে আসে এবং আমার সীমাবদ্ধ জ্ঞানে আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি এই ট্যাবলেটের দোষ গুন বের করে আনতে। আরও একটি ব্যাপার আমি এটা বলছি না যে সব চাইনিজ ট্যাবলেটই গুণগত মানযুক্ত অথবা মানহীন হবে। আসুন তাহলে দেখে নেই আমি যে ট্যাবলেটের একটা পার্ফরম্যান্স নিয়ে লিখতে যাচ্ছি তার ফিচার কি কি? প্রথমেই দেখে নিন এই ট্যাবলেটের ছবিঃ
ব্রান্ডঃ TECLAST
মডেলঃ পি৮৬

এবার আসি এর স্পেসিফিকেশনেঃ
ModelTeclast P86 Tablet PC
CPUAll Winner A13, 1.0GHz, Cortex A8; GPU: Mali400
Operation SystemAndroid 4.0
RAM512MB (DDR 3)
ROM(Memory)8GB Nand Flash
Shell MaterialPlastic
ScreenSize8 Inch
TypeCapacitive Screen
DisplayLCD
Resolution800 x 600px
Visible Angle120°

Extend CardSupport TF card up to 32GB extended
CameraFront camera, 0.3 megapixels
Gravity SensorYes
Multi-TouchYes, 5 points touch
FlashSupport Flash 11.1
Android MarketYes
BluetoothNo

Video1080P, AVI/MOV/MP4/RMVB/FLV/MKV…
MusicMP3/WMA/WAV/APE/AAC/FLAC/OGG
EbookUMD, TXT, PDF, HTML, RTF, FB2…
SkypeYes


Email and BrowserYes, built in
WIFIYes, 802.11 b/g/n
3GNot built in, support external 3G dongle: E1916, ZTE AC2736, HUAWEI E1750, HUAWEI EC122, HUAWEI EM770W
Earphone Interface3.5mm
Work TimeUp to 4 hours
Battery3000 MAh
8 Inch tablet
LanguageCzech,
Dansk, German, English, Spanish, Russian, French, Italian, Dutch,
Norwegian, Polski, Greek, Portuguese, Svenska, Turkey, Korean,
Japanese, Simplified Chinese, Traditional Chinese
Other ApplicationsFile
Manager, OfficeSuite, Google Search, Task Manager, Browser, Gallery,
Android Webkit, Clock, Calculator, Calendar, iReader, Gmail…
Product Size205 x 155 x 11 mm
Product Weight445g
Extend Port1 x TF card slot
1 x Micro USB port
1 x 3.5mm Earphone port

Package including1 x Charger
1 x USB cable


Package Weight

খারাপ দিকঃ

দেখলেন তো এর স্পেসিফিকেশন যার মূল্য মাত্র ১০০ ডলার কিন্তু বাংলাদেশে আপনার কিনতে লাগবে ৯৫০০ টাকা বা তার কিছু বেশি। এতে কোন মোবাইলের সিম কার্ড সাপোর্ট করে না, অতএব আপনি মোবাইল ফাংশনালিটি থেকে অনেকটা বঞ্চিত।  বলা হয়েছে ALL WINNER A13 Cortex A-8 1Ghz প্রসেসর। কিন্তু বাস্তবে এতে ব্যবহার হয়েছে Sun5i 1Ghz প্রসেসর।  ৮০০*৬০০ পিক্সেলস বলা হয়েছে কিন্তু বাস্তবে তা নয়। ৭৬৪*৬০০ এবং ডিসপ্লে ডেনসিটি .৭ ( এর মানে আমি বুঝিনি ) ।ক্যামেরার কোয়ালিটি জঘন্য ধরণের খারাপ। এলসিডি দেখেই খুব ভাল ভাবে বুঝতে পারছেন কেমন হবে এতে ছবির মান। ওয়াইফাই কানেক্টিভিটি বেশ দূর্বল। ১ গি.হা. স্পিডের হলেও ব্যবহারের সময় এটাকে ১গি. হা. বলে আমার কাছে মনে হয়নি। অনেক ডিফল্ট এ্যাপ চাইনিজ ভাষায় দেওয়া। র‍্যাম ৫১২ মেগা বাইট ডিডিআর৩ লেখা থাকলেও আপনি পাবেন মাত্র ৩২০ মেগা বাইট, রম ৫০০ মেগা বাইট, ন্যান্ড মেমরি ৮ গি.বা এর জায়গায় পাবেন ৫.৯ গি.বা. । এতে HVGA/QVGA রেজ্যুলেশনের গেম চলে এর চাইতে বেশি রেজ্যুলেশনের গেম সাপোর্ট করে না। ৪ ঘন্টা ওয়ার্কিং টাইম লেখা থাকলেও ফুল চার্জড অবস্থায় এটি ২ ঘন্টার বেশি সময় ব্যবহার করা সম্ভব হয়নি। বেঞ্চমার্ক স্কোর মাত্র ১৪৮৬। যেসব মডেমের কথা লেখা আছে সেগুলোর মধ্যে পরিচিত একজনের কাছে HUAWEI E1750 পেলেউ তা ব্যবহার করতে পারিনি। ওয়াল্টনের প্রাইমো সেটে যেসব গেম চালানো গেছে তার অর্ধেক গেম চালাতে এই ট্যাব হিমশিম খেয়েছে এবং নতুন গেম গুলো একেবারেই চলেনি। বার বার হ্যাং করে। বডি সাধারণ মানের প্লাস্টিকে তৈরি বলে নিম্নমানের আউটলুক। কোন রেয়ার ক্যামেরা নেই। ব্লু-টুথ নেই। Mail400 জিপিইউ এর কথা লেখা থাকলেও সিস্টেম ইনফো চেকার কোন এপ্লিকেশনই এই ডিভাইসের জিপিইউ খুজে পায়নি  ।

0 comments:

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!