Google Maps-এর ওয়েব ঠিকানা হচ্ছে http://maps.google.com। এখানে সার্চের মাধ্যমে বিভিন্ন স্থানকে খুঁজে পাওয়া যাবে। অনলাইনে সংরক্ষণ করার জন্য অবশ্য গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। নিজের ম্যাপিং করা এসব স্থানের লিংক শেয়ার বা মেইল করা যাবে এমনকি প্রিন্টও করা যাবে। ম্যাপিং করা স্থানগুলো গুগলে সার্চেও পাওয়া যায়। মোবাইলে গুগল ম্যাপস দেখা যাবে http://www.google.com/gmm ওয়েব সাইট থেকে।

0 comments:

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!