Google Earth হচ্ছে ডেস্কটপ ক্লায়েন্ট। এই সফটঅয়্যার দ্বারা পৃথিবীটাকে
ত্রিমাত্রিকভাবে দেখা যাবে। যদিও এর সাথে পৃথিবী ছাড়াও আরো অনেক পরিসেবা
যুক্ত হয়েছে। বর্তমানে গুগল আর্থের ৫.০ সংস্করণ রয়েছে। গুগল আর্থে
চিত্রগুলো স্যাটলাইট ইমেজ, মানচিত্র এবং ভূখন্ড হিসাবে দেখা যাবে। এছাড়াও
ত্রিমাত্রিক ভবন, গ্যালাক্সি, মহাশূন্য, মহাসাগর দেখা যাবে। পৃথিবীর কয়েকটি
গুরুত্বপূর্ণ স্থানের ত্রিমাত্রিক চিত্র
www.google.com/gadgets/directory?synd=earth&cat=featured থেকে
ডাউনলোড করে তা গুগল আর্থে দেখা যাবে। Google Earth
সফটঅয়্যারটি উইন্ডোজের সকল সংস্করণের পাশাপাশি ম্যাক,
ব্ল্যাকবেরি স্ট্রোম, আইফোন, ফ্রিবিএসডি এবং লিনাক্সে চলবে এবং ৩৭টি ভাষাতে
ব্যবহার করা যাবে। সফটঅয়্যারটি http://earth.google.com থেকে বিনামূল্যে
ডাউনলোড করা যাবে। ব্রাউজারের উপযোগী প্লাগইন পাওয়া যাবে
http://earth.google.com/plugin থেকে।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment