Grain Surgery :

ফটোসপের প্লাগইনস এর কথা আসলে প্রথমেই যার নাম আসে তা হল Grain Surgery । এটি এক অসাধারন প্লাগইনস সফটওয়্যার । এই সফটওয়্যারটির নাম থেকেই এর কাজ বুঝা যায় । এর প্রধান কাজ হল ছবির উপর Surgery দেওয়া এর ফলে ছবি যত বড় করা হোক না কেন ছবি ফাটবে না ।
Grain Surgery সেটআপ ও কাজের পদ্ধতি :
Grain Surgery সেট আপ করার সময় আপনি C:\Program Files\Adoe\Photoshop 7.0\Plug-Ins\Adobe Photoshop Only দেখিয়ে দিবেন । আমি Photoshop 7.0 তে সেট আপ দিয়েছি আপনি চাইলে একই নিয়মে যেকোন update ভার্সনে প্লাগইসনটি সেট আপ করতে পারেন । সেট আপ হয়ে গেলে ফটোপস open করেন তারপর Filter এর মধ্যে দেখেন Grain Surgery টুলসটি চলে এসেছে ।
grainshot.JPG
এখন একটি ছবি open করেন তারপর Filter এর Grain Surgery মধ্যে Remove Grain ক্লিক করুন তারপর একটি বক্স আসবে ঐখানে ok ক্লিক করুন । এটি ডাউনলোড করতে গুগুলে সার্চ দিন অথবা http://www.downturk.info/2007/08/21/grain_surgery_2_for_adobe_photoshop_full.html এ ভিজিট করুন ।

Neat Image:‌

Grain Surgery মত আরেকটি Surgery করার প্লাগইসন সফটওয়্যার Neat Image. এটি Grain Surgery মত সেট আপ করতে হবে তারপর Filte এর মধ্যে দেখুন Neat Image টুলসটি চলে এসেছে । তারপর ছবি ওপেন করুন Filte মধ্যে গিয়ে Neat Image এ যান তারপর Reduce Noise এ ক্লিক করুন তারপর একটি বক্স আসবে ঐখানে ok ক্লিক করুন ।
neatimage-photoshop-plug-in-large.jpg
তারপর Neat Image/plug-in নামে একটি বক্স আসবে ঐ Device Noise Profile এ Auto Profile এ ক্লিক করুন confirm মেসেজ আসবে Yes এ ক্লিক করুন । তারপর Noise Filter settings এ গিয়ে Apply এ ক্লিক করুন ।
এটি ডাউনলোড করুন http://www.neatimage.com

Image Doctor :

Grain Surgery মত আরেকটি Surgery করার প্লাগইসন সফটওয়্যার Image Doctor এটি Grain Surgery মত সেট আপ করতে হবে তারপর Filte এর মধ্যে দেখুন Image Doctor টুলসটি চলে এসেছে । তারপর ছবি ওপেন করুন Filte মধ্যে গিয়ে Image Doctor এ যান তারপর JPAG Repair এ ক্লিক করুন একটি বক্স ওপেন হবে ok ক্লক করুন ।
idoc2_boxshot.jpg
এটি ডাউনলোড করতে http://www.alienskin.com/imagedoctor/ কাজে আসলে জানাবেন ।

0 comments:

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!