আসুন এবার দেখি CD/DVD রাইট করার নতুন পদ্ধতি। CD/DVD রাইট করার জন্য নানান ধরনের Software ব্যবহার হয়। কিন্তু কোনো সফটঅয়্যার ছাড়াই যদি সিডি রাইট করা যায় তাহলে কেমন হয়? চলুন দেখি কিভাবে Software ছাড়া সিডি রাইট করা যায়। প্রথমে আপনি যে ফাইলগুলো রাইট করবেন সেগুলোর উপর কার্সর রেখে রাইট বাটন ক্লিক করে Send to দিয়ে সিডি ডিভিডিতে ক্লিক করুন। এখন টাস্কবারে নোটিফিকেশন-এর উপর ক্লিক করুন। ক্লিক করলে সিডি ডিভিডি
ড্রাইভ ওপেন হবে। ওইখানে Write this file to CD তে ক্লিক করুন। এরপর সিডি রাইটিং উইজার্ড আসবে। তারপর সিডির নাম লিখে দিয়ে নেক্সট-এ ক্লিক করুন। দেখবেন আপনার সিডি রাইট হচ্ছে।

0 comments:

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!