ইউজার ফোরামটি হ্যাক হওয়ার পর নিজেদের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে অ্যাডোবি সিস্টেম ইনকর্পোরেটেড। উইজার ফোরাম হ্যাক করে, হ্যাকাররা ইউজারদের বিভিন্ন গোপন তথ্য চুরি করায় এ পদক্ষেপ নিয়েছে অ্যাডোবি। খবর রয়টার্স-এর।
অ্যাডোবি জানিয়েছে, তারা দেড় লাখ ব্যবহারকারীর পাসওয়ার্ড বদলে দেবে। মঙ্গলবার একজন হ্যাকার অ্যাডোবির দেড়লাখ ব্যবহারকারী এবং পার্টনারের লগ-ইন ইনফরমেশন চুরি করার দাবি জানায়।
নিজেকে মিশরের বাসিন্দা বলে দাবি করা ওই হ্যাকাররা অ্যাডোবির ইউজার ফোরামের ৬৪৪টি রেকর্ড এবং ইমেইল অনলাইনে পোস্ট করে। নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে অ্যাডোবি যে দুর্বল অবস্থায় আছে তা প্রমাণ করতেই একাজ করেছেন বলে দাবি ওই হ্যাকারের।
ইয়াহু’র গোপন তথ্য ফাঁস করবেন বলে দাবি করেন ওই হ্যাকার। তবে এ ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি ইয়াহু কর্তৃপক্ষ।
এর আগে, অ্যাডোবি রিডার সফটওয়্যারের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি সম্পর্কে সপ্তাখানেক আগেই হুঁশিয়ারি জানিয়েছিলো রাশিয়া ভিত্তিক সিকিউরিটি ফার্ম গ্রুপ-আইবি

0 comments:

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!