আসসালামু আলাইকুম।সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আছেন।আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন।আমিও আপনাদের দোয়াতে ভাল আছি।কি করবো নতুন কোন কিছু পেলে আপনাদের সামনে হাজির হতে হয়।যাই হোক কাজের কথায় আছি।আমাদের দেশে কয়জন আবার অরজিনাল উইনন্ডোজ ব্যবহার করেন। আমাদের মধ্য কই জন আছে যারা অরজিনাল Windows ক্রয় করতে পারবে। অরজিনাল উইন্ডোজ ব্যবহার করে মজাই আলাদা।আমি যে key দেব তা প্রায় ১৫০০০০ key আছে।আপনার যত ইচ্ছে নিতে পারেন।আমাদের দেশের বাজারে অনেক Windows এর সিডি পাওয়া যায় যেগুলো কোনটা Active আর কোনটা Active থাকে না তাই যারা Un Active Windows ব্যবহার করেন তাদের আবার অনেক সমস্যা  ১মাস  সময়কাল থাকে।তখন আবার উইন্ডোজ দিতে হয়।এখন উইন্ডোজ দেয়ার সময় key দিয়ে অরজিনাল করে নিতে পারবেন। ব্যাছ সমস্যা সমাধান হয়ে যাবে।
নামঃ 150,000 thousand key Windows 8 and Windows 7

ডাউনলোড
ভুল হতেই পারে তাই বলছি ভুল হলে ক্ষমা করে দিবেন। আর একটা কথা আমি দেখছি আপনারা কনো কমেন্ট করেন না তাহলে আমি বুজব কি করে আপনাদের পোস্ট ভাল লাগছে।তাই বলছি কমেন্ট করবেন। আগামী দিন হাজির হব নতুন কোন কিছু নিয়ে, ততদিন ভালো থাকবেন সুন্দর থাকবেন আর ফুরতিতে থাকবেন।

0 comments:

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!